তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে ভাড়ায়

আবদুস সবুর

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সবুর বলেন, আগের দশ দফা দাবি মানা হয়নি, এখন লিটারে ১৫ টাকা করে দাম বাড়ানো হল- সব মিলিয়ে কী করব আমরা? এ অবস্থায় আমাদের কোনো উপায় নেই। সরকারকে হয় এই মূল্য বৃদ্ধি বাদ দিতে হবে, না হয় গাড়ি ভাড়া বাড়াতে হবে। গাড়ি ভাড়া বাড়লে তার প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর। কারো সাথে আলাপ আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিরূপ প্রতিক্রিয়া সামলাবে কে? এভাবে মালিক-শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো খুব কষ্টকর। অতীতে বিআরটিএর ট্যাঙ-টোকেন ফি কয়েকগুণ বাড়ানো হয়েছিল। তা আর কমানো হয়নি। কোনো দাবি মানা হয়নি। তার মধ্যে এভাবে তেলের দাম বাড়ালে গাড়ি চালানো সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধবলী হবো আমরা সাধারণ যাত্রীরাই
পরবর্তী নিবন্ধজনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে