বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মী হারুন গ্রেপ্তার

নটরডেম কলেজ শিক্ষার্থীর মৃত্যু

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গতকাল শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যার-৩ এর অপারেশন অফিসার ফারজানা হক জানান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে। পরে র‌্যাবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন ২০২০ সাল থেকে মালবাহী গাড়িটি নিয়মিত চালিয়ে আসছিল বলে জানিয়েছে। বুধবার তার সহকারী রাসেল গাড়িটি চালায়। যদিও তাদের দুজনেরই ড্রাইভিং লাইসেন্স নেই। খবর বিডিনিউজের।
বুধবার গুলিস্তানে নাঈমকে চাপা দেওয়ার পর ময়লার চালকের আসনে থাকা রাসেল মিয়াকে আটক করা হয়। এই ঘটনায় করা মামলায় তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রিমান্ডেও পেয়েছে পুলিশ। রাসেল পুলিশকে জানিয়েছিল, গাড়িটি তিনি হারুনের কাছ থেকে নিয়েছেন। সিটি করপোরেশন হারুন মিয়াকে পরিচ্ছন্নতাকর্মীর পদ থেকে বরখাস্ত করেছে। আর রাসেল সিটি করপোরেশনের কোনো পর্যাযয়ের কর্মী নয় বলে সংস্থার কর্মকর্তারা এখন দাবি করছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সৌদি আরবের ‘সাম্মাম’
পরবর্তী নিবন্ধর‌্যাব-পুলিশ পরিচয়ে প্রতারণা করাই তাদের পেশা