বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম

মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সভায় লায়ন ইমরান

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

লায়ন মোহাম্মদ ইমরান বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা সোনার বাংলা গড়ার স্বপ্ন ধূলিস্মাৎ করতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারে না। বাঙালি জাতির সমস্ত সত্তা জুড়ে বঙ্গবন্ধুর উপস্থিতি, বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন, বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রূপরেখায় অপরাধমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিভাসুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মমহাসচিব ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি, সহসভাপতি কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক ওমর ফারুখ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মো. সোলেমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, পূর্ব নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শেখ রাসেল শিশু কাননের শিক্ষিকা ফরিদা আক্তার কাজল, খুলশী থানা কমিটির সভাপতি কাজী সোবহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আকবরশাহ থানার সহসভাপতি আব্দুর রহিম, খুলশী থানার সহসাংগঠনিক সম্পাদিকা কুলসুমা বেগম, মহিলা সম্পাদিকা রোকসানা ইসলাম, সহমহিলা সম্পাদিকা রিনা বেগম, কার্যকরী সদস্য আব্দুল মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

.

পূর্ববর্তী নিবন্ধসদরঘাট গাউসিয়া কমিটির সালানা ওরস মাহফিল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অগ্রণী