শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অগ্রণী

সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের সভায় আবু সুফিয়ান

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকদের পরিশ্রম ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। তিনি গতকাল (মঙ্গলবার) সকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপন শ্রী বড়ুয়া, শিক্ষক বোধিরতন বড়ুয়া, অনজুশ্রী হোড়, রনজিত কুমার বড়ুয়া, নিপু রানী দাশ, জসিম উদ্দিন, সামীমা আকতার, সুমন রায়, জাসেদুল আলম, আয়শা সিদ্দিকা ও অমল কান্তি দে। এর আগে আবু সুফিয়ান ও বিদ্যালয়ের শিক্ষকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। সভা শেষে বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন দোয়া মাহফিল পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম
পরবর্তী নিবন্ধজাতির পিতাকে হারানো শোক শক্তিতে রূপান্তর করতে হবে