বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা

আজাদী অনলাইন | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ২:২২ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ব্যারিস্টার ইমরানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট এস এম রাশেদ চৌধুরী, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট দীর্ঘতম বড়ুয়া দিঘু, ব্যারিস্টার তানভীর হাসেম মুমিন, এডভোকেট মোহাম্মদ ফোরকান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক এডভোকেট আজহারুল হক, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ওসমান, সাবেক ছাত্রনেতা এডভোকেট টিপু শীল জয়দেব, এডভোকেট আরমান শাহ, এডভোকেট হাদী হাম্মাদ, এডভোকেট এইচ আর নাজমী ডেভিড, এডভোকেট আহমেদ মিরাজ, এডভোকেট রিগ্যান দাশ, এডভোকেট পার্থ নন্দী, এডভোকেট এস এম দিদার, সঞ্জয় মহাজন, রাজীব ভট্টাচার্য, শুভ আইচ, এহসানুল করিম, আবুল হাসনাত তালুকদার, হোসাইন মোহাম্মদ জুলফিকার আলি।

আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু তাঁর যৌবন উৎসর্গ করেছেন বাঙালি জাতির স্বাধিকার অর্জনের সংগ্রামে আর তাঁর জীবন দান করেছেন বাঙালি জাতিকে রক্ষার প্রত্যয়ে। সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাঈদ খোকনের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা করে ব্যারিস্টার ইমরানুল কবির বলেন, তাপস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র, জননেত্রী শেখ হাসিনা’র মানসপুত্র ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র সন্তান। তাপস সুপ্রীম কোর্টের সফলতম আইনজীবীদের একজন। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ঢাকাবাসীকে দেয়ার প্রত্যয়ে তিনি মেয়র পদ গ্রহণ করেছেন। তাঁকে দুর্নীতি করতে হয়না।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ পৌর কাউন্সিলর প্রার্থী পলি রানী নাথের নির্বাচনী গণসংযোগ
পরবর্তী নিবন্ধএইচএসসির ফল ২৮ জানুয়ারির মধ্যে