সন্দ্বীপ পৌর কাউন্সিলর প্রার্থী পলি রানী নাথের নির্বাচনী গণসংযোগ

আজাদী অনলাইন | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ১:০৩ অপরাহ্ণ

সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে অটোরিক্সা প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী পলি রানী নাথের নির্বাচনী গণসংযোগ চলছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবদি তিনি ছুটে চলছেন ভোটারদের দোরগোড়ায়। তার এই বিরামহীন পথচলায় বেশীরভাগ সঙ্গী হচ্ছেন বিভিন্ন যুবক ও তরুণ শ্রেণির ভোটাররা।

বিভিন্ন পথসভায় পলি নাথ বলেন, তরুণরা আমার পথচলার মূল শক্তি। সাথে এলাকার মুরব্বীদের দোয়া ও আশির্বাদ আমার চলার পথের পাথেয়। তাই আমার বিশ্বাস জনগণের সেবা করার জন্য স্রষ্টার ইচ্ছায় সকলে আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ ব্যাপারে আমিও সন্দ্বীপের উন্নয়নের রুপকার সাংসদ মাহফুজুর রহমান মিতার মাধ্যমে একটি সুস্থ ধারার নির্বাচন নিশ্চিত করে জনগণ যাতে নির্বিঘ্নে আমাকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করার অনুরোধ রাখছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১১৭ জন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা