বংশী শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

বংশী শিল্পকলা একাডেমি বর্ষ সমাপনী পরীক্ষার সনদপত্র, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২২ মে অনুষ্ঠিত হয়েছে।। বংশীর প্রতিষ্ঠাতা পরিচালক দীপংকর দেবনাথের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, বিটিভি চট্টগ্রাম জিএম মোছাম্মৎ মাহ্‌ফুজা আক্তার, রাজনীতিক দেবাশীষ আচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন বিকাশ চৌধুরী বিপ্লব। সত্যজিৎ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বনফুল বড়ুয়া রাসেল, সত্যজিৎ বড়ুয়া, ভাস্কর বিশ্বাস, সঞ্জয় নাথ, রাজেশ বিশ্বাস, সুমন দাশ, রোমেন চৌধুরী, নয়ন দাশ, জয়শংকর দেবনাথ, অনিক দেব, জুবলী বড়ুয়া, সঞ্জয় চক্রবর্ত্তী, ডালিয়া বড়ুয়া ও অংশুমান সেনগুপ্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সুমন মজুমদারের নেতৃত্বে একদল শিক্ষার্থীর তবলা লহড়া অনুষ্ঠিত হয়। তার সাথে নয়ন দাশ ও ফাহ্‌দ খানের নেতৃত্বে একদল শিক্ষার্থীর গিটারের ঝংকারে পুরো মিলনায়তনকে মুগ্ধ করে। একক গিটার বাজিয়ে “হাসতে দ্যাখো গাইতে দ্যাখো”গানটি গান রাহা। একক গানে কন্ঠ দিয়েছেঈশিতা, মৃন্ময়, সুমাইয়া, অথৈ, অপি, অংকিতা, নিশি, দীপান্বিতা ও সুস্মিতা। এরপর অথৈ ধরের নেতৃত্বে মঞ্চে আসে একঝাঁক হলুদ পাখি। জিৎ, অদিতি, ইতু, অনন্যা, হিমাদ্রিতা, দেবলীনা, রাব্বি, পূর্বা, এঞ্জেলা, অন্তরা, চান্দ্রিমা, মেঘলা, অর্ণা, অন্বেষা, সান্নিধ্য, দ্বীপ, অর্ণব, অদ্বিতি, প্রীতম, আদিত্য, অংকনা, আরুশা, স্বর্ণালী, ঈশান, পুষ্পিতা, মম, সায়ন্তী সঞ্চিতা, অদ্রিজা, অন্তু, তিলোত্তমা ও বাসুদেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেকের হার্টের ৭০ শতাংশ ব্লকেজ ছিল!
পরবর্তী নিবন্ধসুখবর পেলেন রিয়া