কেকের হার্টের ৭০ শতাংশ ব্লকেজ ছিল!

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) কলকাতায় গান গাইতে এসে ফিরেছেন কফিনবন্দি হয়ে। বৃহস্পতিবার শেষকৃত্যও সম্পন্ন হয়েছে এই গায়কের। তবে কেকের মৃত্যুর কারণ কী, তা নিয়ে আলোচনা চলছেই। কলকাতার নজরুল মঞ্চের সেই কনসার্টের আয়োজকদের দিকেও আঙুল উঠছে। অনেকে বলছেন, তাদের অব্যবস্থাপনার কারণে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন কেকে। খবর বাংলানিউজের।

তবে কেকের ময়নাতদন্তে থাকা এক চিকিৎসক বিষয়টি খোলাসা করেছেন। তিনি জানান, হার্টের ব্লকেজের কারণে কেকের মৃত্যু হয়েছে। তার হৃদযন্ত্রের বাঁদিকের ধমনিতে ৭০ শতাংশ ব্লকেজ ছিল। নাচগান করতে গিয়ে অতিরিক্ত উত্তেজনায় তার হার্টের ব্লকেজ বেড়ে যায়। এতে আচমকাই রক্ত চলাচল বন্ধ হওয়ায় কার্ডিয়াক অ্যাটাক হয়। ফলে চিকিৎসা শুরুর আগেই নিভে যায় কেকের জীবন জীবনপ্রদীপ। কলকাতায় কনসার্ট করতে আসার আগে থেকেই অসুস্থ ছিলেন কেকে। তবে কনসার্টের জন্য অগ্রিম টাকা নেওয়ায় শেষ মুহূর্তে আর তা বাতিল করেননি।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ রওয়ানা হলো বাংলাদেশ দলের প্রথম বহর
পরবর্তী নিবন্ধবংশী শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান