ফুল ও পাতায় এসেছে ফাগুন

এমরান চৌধুরী | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

ভাষা মানে প্রাণ মা-মাটির ঘ্রাণ
ভালোবাসা অফুরান
মা ডাকের মাঝে থাকে ভাঁজে ভাঁজে
মায়াবী সুরের বান।

এ দেশ আমার কুমার কামার
কৃষকের হাসি মুখ
মায়ের ভাষায় খই ফোটে মুখে
গৌরবে ভরে বুক।

খোকার খাতায় চোখের পাতায়
খেলা করে প্রজাপতি
টুকটুকে লাল পলাশের রঙে
হেসে ওঠে বসুমতি।

দোলনায় দোলে আধো আধো বোলে
তুলতুলে সব আশা
পদ্মার বাঁকে হাওয়ায় কাঁপে
আ মরি বাংলা ভাষা।

ফুল ও পাতায় এসেছে ফাগুন
জ্বালিয়ে আগুন বুকে
প্রয়োজনে ফের রফিকের মতো
শত্রুকে দেব রুখে।

পূর্ববর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধএকুশের গল্প