একুশে ফেব্রুয়ারি

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি রক্তমাখা দিন
এদিনে ভাইরা দিলো মাতৃভাষার ঋণ।
পলাশের পাপড়ি দলে জমাট অভিমান
বিষাদের সুরে বাজে ভাই হারানোর গান।

বাতাসে ছেলেহারা মায়ের বাজে শোক
শহীদের রক্তদ্যুতি রাঙায় স্বর্গলোক
আমাদের শহীদ ভাইয়ের রক্ত-ভেজা হাত
ফোটালো মাতৃভাষার মহান পারিজাত।

বাঙালির মাতৃভাষা গৌরবে উজ্জ্বল
হৃদয়ে বর্ণমালার ফোটে শতদল।
চেতনার রঙে রাঙে সব বাঙালির মন
একুশে সুপ্ত প্রাণে আনলো জাগরণ।

শহীদের প্রাণের ভাষা বাংলা ভাষা আজ
আমাদের মাথায় পরায় সোনার মুকুট তাজ।
হৃদয়ে আজও শুনি মাতৃভাষার ডাক
একুশে ফেব্রুয়ারি অমর হয়ে থাক।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশ
পরবর্তী নিবন্ধফুল ও পাতায় এসেছে ফাগুন