ফিরিঙ্গীবাজার

স্বরূপ সুপান্থ | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

এইখানে এক দীর্ঘ স্মৃতির বাঁক লুকানো
মাটির পৃথিবী কীভাবে যে ধীরে ইটের হয়ে উঠছে
শুধু কি নদীবিধৌত বলে
নাকি সাগর পেরিয়ে জল
মাঝেমধ্যেই কূলে পরিভ্রমণ করে বলে!
জানা নাই, মানুষের বিন্যাস বিস্তার
কী রঙ মেখে আবাবিল পাখি ঠোঁটে নিয়া উড়ে যায়…
কেন মানুষ স্মৃতির ডাগর চোখে হারিয়ে যায়
ভবিষ্যত রক্ষা করার জন্য
নিজের নেশারে পরিপক্ক করার জন্য
এইভাবে জলে একদিন সম্ভাবনার যাত্রায়
জাহাজ ভিড়লো কর্ণফুলীর শরীর চিরে কূলে
ইতিহাসের মৌল বিচার কে করেছে
যেভাবে আজ ভূমধ্যসাগরে ডুবে মানুষ মারা যায়
তখনো কি বঙ্গোপসাগর, আরবসাগরে মানুষ মরেছিল
ফিরিঙ্গীবাজার এসব সাক্ষ্য দিতে পারে, আমি পারি না

পূর্ববর্তী নিবন্ধসক্রেটিসের মৃত্যুদৃশ্য
পরবর্তী নিবন্ধসামাজিক গণমাধ্যম কবিতার নতুন ভূমি