সক্রেটিসের মৃত্যুদৃশ্য

ফুয়াদ হাসান | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

তোমাকে পালিয়ে যেতে বলেছিল যারা
যারা বসে ছিল শিথানে, পায়ের কাছে
পূজার্থীর মতো চেতনার অর্ধকূর্মাসনে
সত্যি তারা কেউ তোমাকে চেনেনি
বিলাপ করেছে যারা পাথর দেয়ালে মাথা ঠুকে
মুখ করে আড়াল শোকার্ত বিবশ দুহাতে
তোমাকে এদের কেউ বুঝতে পারেনি
এমন কী তোমার প্রাণপ্রিয় ক্রিটোও
যে কিনা বরাবর পালিয়ে বাঁচতে বলেছিল

অন্ধ সব খুঁজেছে তোমার রক্তমাংসের শরীর
যারা কিছুই জানে না তাও জানতো না
প্রায় আড়াই হাজার বছর পরও ভাবতে বসে
পালানো মঙ্গল ছিল মনে হচ্ছে কেন
এমন তোমার জীর্ণ পচনশীল দেহ
অথচ ভক্তের কাছ থেকে হেমলক ছোঁয়ার মুহূর্তে
আলো নয় খোদ সূর্য এসে নেমেছিল তর্জনীতে
বাড়িয়ে রেখেছ ডান হাত পৃথবী মস্তকে
গুরু হাত বোলায় যেমন প্রকৃত শিষ্যের
ডেভিডও জানতো, কল্পনার সাদা প্লেটো
তখন এভাবে মুখ ঘুরিয়ে বসে নয়
তোমাকে নিয়ে ভবিষ্যতে পালিয়ে গিয়েছিল

পূর্ববর্তী নিবন্ধরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে হাটহাজারী উপজেলা গাউসিয়া কমিটির র‌্যালি
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজার