প্রশ্ন

জেমমিন আরা জেসী | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নিরব নিশীথে হাজারো প্রশ্নপুঞ্জ

ভিড় জমায় প্রেতের মতন,

আর কুরে কুরে খায় মস্তিষ্কের নরম পিন্ড;

ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব সকলি ব্যর্থ সেখানে।

নেশার ঘোর কখনও স্নিগ্ধোজ্জ্বল,

কখনও তমসাচ্ছন্ন,

সৌন্দর্যতৃষ্ণা,কামনার সুর

মাদলের তানে নৃত্য করে যায়;

আড়ালে বুড়ো ইন্দ্রিয় হাসে অট্টহাসি,

দেখায় চক্ষুরোষ,

বেমানান লয়,অশোভন তান

সার্কাসে পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধচর্চাটা স্বীকৃতির চাইতে অনেক বড়
পরবর্তী নিবন্ধতোমাকে নিয়ে