তোমাকে নিয়ে

শামীম ফাতেমা মুন্নী | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

আর নয় কোনো প্রেম

আর নয় ভালোবাসাবাসি,

ভণ্ড পৃথিবীর নষ্টামির তীরে দাঁড়িয়ে

খুঁজে পাওয়া কষ্টের অস্ফুট উদাসীন উচ্চারণ

আবারো যদি জন্ম হয় কখনো

নিজেকে ভালোবেসে সরল বিশ্বাসে মোড়ানো

এমন হৃদয় আর আত্মা নিয়েই

জন্ম হোক তবে জন্মান্তরে।

বিশ্বাস করে ভালো নাই বা বাসুক কেউ আর

প্রয়োজনও নেই তার,

আমি তো ভালোবেসেছি,

বিশ্বাস করে প্রতিচ্ছায়ার কাছেই হেরে গেছি।

মগ্ন চৈতন্যে দখিন হাওয়ার দারুণ ছুঁয়ে যাওয়া তাই

সততার কাঠিন্যে মুগ্ধ হৃদয় নিয়ে বেঁচে থাকতে

প্রেমে যদি পড়ি, তবে নিজের প্রেমেই কেন নয়?

এখানে কাঠিন্য নেই, নেই অবিশ্বাসের কোনো স্থান,

এখানে আয়নায় কেবলি নিজের চোখের তারায়

প্রেমের নিখাদ ভরসায় ভালোবাসার ছায়ায় ফেরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন
পরবর্তী নিবন্ধস্মৃতিতে অম্লান মদিনা- যেখানে আমার রাসূল (সাঃ) কে খুঁজে পাই