প্রত্যাশীর সিমস প্রজেক্টের উদ্যোগে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে প্রবাসী পরিবারের সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১২:৪৮ পূর্বাহ্ণ

স্বনামধন্য উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে স্ট্রেনদনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশান সিষ্টেম (সিমস) প্রজেক্টের উপজেলা পর্যায়ে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে প্রবাসী পরিবারের সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা বোয়ালখালী উপজেলার বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড(বিআরডিবি)হলে ২৪শে নভেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাহেদুল হক চৌধুরীর সঞ্চালনায় কর্মশালার প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়ক রশিদা খাতুন।
অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ এসময় আর্থিক প্রতিষ্ঠানের সুবিধা ও পরিসেবা সম্পর্কে জানার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের প্রত্যাশা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।আর্থিক প্রতিষ্ঠানের সাথে অভিবাসী পরিবারের সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা ছিলো এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।
উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন বোয়ালখালী শাখার – রুপালি ব্যাংকের ব্যবস্থাপক হিল্লোল দেব,বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক(এসপিও) সৈয়দ মামুনুর রশিদ,এনসিসি ব্যাংকের সহ-ব্যবস্থাপক হাসিনা আক্তার,ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের
সিনিওর অফিসার হোসেন মোহাম্মদ ইমরান,ওয়ান ব্যাংকের অ্যাসিস্টেন্ট অফিসার শাহাদাত হোসেন, ইবিএল এর টি.এ.ও মেহেদি হাসান,প্রত্যাশীর এরিয়া ম্যানেজার মোঃ খোরশেদ, ইপসার এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন,পদক্ষেপ এর শাখা ব্যবস্থাপক পঙ্কজ শীল,আশা এনজিও এর শাখা ব্যবস্থাপক আসমা আক্তার সহ অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ।এতে সর্বাত্বক সহযোগিতা করেন সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়ক কৌশিক চক্রবর্ত্তী, সোশ্যাল মোবিলাইজার উম্মে সালমা ও শামীম আক্তার।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য পৌঁছানোর চেষ্টায় ফ্রান্সে বহু শরণার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতকু কণিকা