প্রতীক বরাদ্দের পর শুরু আনুষ্ঠানিক প্রচারণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। ফলে এই আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল ভোটের লড়াই।

চূড়ান্ত প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারপ্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন লাঙল, তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত পেয়েছেন দলীয় প্রতীক সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন রকেট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া পেয়েছেন ছড়ি।

এদিকে, গতকাল নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ প্রত্যেক প্রার্থীই আনুষ্ঠানিকভাবে দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় মাঠে নেমেছেন। আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু নগরীর জঙ্গীশাহ মাজার জিয়ারত, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারপ্রচারণা শুরু করেন। গতকাল বাদ যোহর দলের সিনিয়র নেতাদের নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীক বরাদ্দ পাওয়ার পর দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। এদিকে জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম প্রতীক বরাদ্দ পাওয়ার পর দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়াও গণসংযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম ঢেমশায় ইউপি সদস্য বরখাস্ত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পাওয়া লাশটি নিখোঁজ ডেন্টাল টেকনোলজিস্টের