প্রকৃত বন্ধু

ছাইফুল হুদা ছিদ্দিকী | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

আগামী ১৮ মার্চ শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী পাঠক উৎসব। চট্টগ্রাম এটি ভিন্ন এক নতুন উদ্যোগ শৈলী প্রকাশনের। যেথায় অগ্রিম গ্রাহক হয়ে বইয়ের পৃষ্ঠপোষকতায় সুযোগ রয়েছে। অনন্য উপহার বইপ্রেমীদের জন্য। শুধু বই পড়া নয়, কি পড়লাম কি জানলাম সেটা নিয়ে ইতিবাচক আলোচনা এবং সমালোচনা হবে। একজন লেখক কি বলতে চেয়েছেন? পাঠক হিসেবে আমি কি বুঝেছি? বই পড়ে কি শিখলাম আর কি জানলাম।

নানান বিষয়ে গবেষণা ও সেমিনার। বই নিয়ে নতুন সম্ভবনার বীজ বপন হতে যাচ্ছে চট্টগ্রামে এ পাঠক উৎসব ঘিরে। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র,বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃকপ্রথম স্বীকৃতিপ্রাপ্তশ্রেষ্ঠ আঞ্চলিক পত্রিকাচট্টগ্রামের গণ মানুষের অবিচল আস্থা ও ভালোবাসার দৈনিক আজাদীর সাথে আমার প্রথম সম্পর্ক পাঠক হিসেবে। চট্টলার গৌরব ও সৌরভ দৈনিক আজাদীর পাতায় প্রতিষ্ঠিত সফল লেখকগণের লেখার এবং সংবাদ এর আমি একজন নিয়মিত পাঠক।

নিয়মিত ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ এবং প্রফুল্ল রাখতে পারি।বই পড়া একটা ভালো অভ্যাস যা ছোট বেলায় থেকে পারিবারিকভাবে গড়ে তুলতে হবে। শিশুরা কম্পিউটার গেইম, মোবাইল কিংবা ট্যাবে এধরনের যন্ত্রনির্ভর খেলাধুলা থেকে যাতে দূরে থাকে, পাঠ্যক্রম এর সাথে সাথে অবসর সময়ে শেখার জন্য ভালো মানের বই পড়লে যেমন আনন্দ পাবে। তেমনি তাদের জ্ঞান ও মনের পরিশুদ্ধি এবং প্রশান্তি বাড়বে। ভালো লেখকের বই আপনার আমার প্রকৃত বন্ধু। বই পড়লে নতুন কিছু শিখতে ও জানতে পারবেন। বই কিনুন। বই উপহার দিন। বই পড়ুন। আসুন আমরা অংশগ্রহণ করি এবং চট্টগ্রামের পাঠক উৎসব সফল ও সার্থক করে তুলি ।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক মূল্যবোধের উন্নয়ন
পরবর্তী নিবন্ধবই বিমুখদের দায়িত্ব কে নেবে