প্রকৃতির প্রতিশোধ

আহনাফ সুলাইমান (৩০,০৯৪) | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

করোনার করাল গ্রাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে
প্রতিদিনই হাজার মানুষ সামিল হচ্ছে মৃত্যুপুরে।
বিশ্বজুড়ে কত্তো রাষ্ট্র কত্তো নগর কত্তো গ্রাম
সব ছাপিয়ে কোভিড এখন আতঙ্কেরই নাম।
কোথায় এখন গমগমানো ব্যস্ত শহর হায়
শুন্য খা খা রাস্তায় এখন বন্য প্রাণী ধায়।
যেথায় আগে বছর ঘুরে মিলতো না ডলফিন
সেথায় এখন ডলফিনেরা কাটায় সারাদিন।
যে করোনায় মানবজাতি বড়োই অসহায়
সে করোনায় প্রকৃতি যে আপন মহিমায়
গড়ছে স্বয়ং প্রকৃতিকে কমছে যে দূষণ
কমে গেছে কালো ধোঁয়া ব্যান্ড পার্টির বাদন।
যন্ত্রযুগে মানুষ যখন হারায় মূল্যবোধ
কোভিড হলো প্রকৃতির এক নির্মম প্রতিশোধ।
মানুষ যখন প্রকৃতিকে করছে অবহেলা
প্রকৃতিকে ধ্বংস করে অট্টালিকার মেলা
কোভিড হলো মানবজাতির মস্ত বড়ো শিক্ষা
ভালোবাসো প্রকৃতি তবেই হবে রক্ষা।

পূর্ববর্তী নিবন্ধটিকটিকি ও তিশা
পরবর্তী নিবন্ধটিপ টিপ বৃষ্টি