পোর্ট সিটি ভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে রূপান্তরে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় কাজ করছে। এজন্য শিক্ষকদের মানোন্নয়নে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করে থাকি। এসময় তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষার উপর শিক্ষকদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে সার্টিফিকেট হস্তান্তরের মধ্য দিয়ে চারদিনের এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণজুড়ে আধুনিক শিক্ষাপদ্ধতি, পরীক্ষাপদ্ধতি, গবেষণা ইত্যাদির উপর অভিজ্ঞতা অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষক।গত ২৯ অক্টোবর শুরু হওয়া কর্মশালার সমন্বয়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় নৌকা ও জাল জব্দ
পরবর্তী নিবন্ধখন্দকার মোস্তাকের অনুসারীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত