খন্দকার মোস্তাকের অনুসারীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে আবু সুফিয়ান

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তাঁর শিশুপুত্র শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করেছে খোন্দকার মোস্তাকের অনুসারীরা। সে দিন রাসেল তার মায়ের কাছে যেতে চাইলেও খুঁনিরা তাকে রক্ষা দেয়নি। এখনও সেই দেশ বিরোধীরা সক্রিয় রয়েছে। তারা দেশের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের এক সাথে কাজ করে দলকে এগিয়ে নিতে হবে। তিনি গত ৩১ আগস্ট সাতকানিয়া ঢেমশা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বোধিরতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, অঞ্জুরানী নন্দী, রনজিত কুমার বড়ুয়া, নিপু রানী দাশ, জসিম উদ্দীন, শামিমা আক্তার, নজরুল ইসলাম, জাসেদুল আলম ও অমল কান্তি দে। শেষে আবু সুফিয়ান শেখ রাসেল দেয়ালিকার ফিতা কেটে উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
পরবর্তী নিবন্ধইমপেরিয়াল হাসপাতালের সাথে ইনার হুইলের কর্পোরেট চুক্তি