পূর্বার চারুকলা প্রদর্শনী উদ্বোধন

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে পূর্বার বাইশ তম চারুকলা প্রদর্শনী ‘ইচ্ছেমত’ উদ্বোধন করেন চিত্রশিল্পী নিলুফার চামান। পূর্বার উপদেষ্টা আবিদা আজাদের সভাপতিত্বে ও সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় ২ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর প্রথম দিনের কথা পর্বে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার ইয়ুথ ফোকাল আবদুস সবুর। উপস্থিত ছিলেন আশুতোষ চক্রবর্তী, জেনি দাশ, পয়েল বড়ুয়া, ওয়ারেসূল জান্নাত আনিকা, পূজা দেব, পূজা দাশ, অদ্রি মজুমদার, অনিন্দিতা আচার্য্য, আনিকা বুশরা, সুজানা সুহা, উপমা চক্রবর্তী, মিথিলা মধুবন্তী, অর্ক চক্রবর্তী, অজয় দাশ, মীম প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫ জনকে পুরস্কার প্রদান করা হবে। চারুকথন পর্বে অতিথিরা বলেন, বছরজুড়ে নানান সাংস্কৃতিক আয়োজন করে থাকে পূর্বা। শিল্পসংস্কৃতি চর্চায় আরো বেশি সংখ্যক শিশু ও যুবদের যুক্ত করতে এই ধরনের আয়োজন ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংগঠক, শিল্পী, সাহিত্যিকদের পাশাপাশি শিশু কিশোরদের অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড মহাতীর্থের উন্নয়ন হবে
পরবর্তী নিবন্ধদেশীয় চামড়া জাত পণ্যের সমাহার এজিস শীল্ডের যাত্রা শুরু