সীতাকুণ্ড মহাতীর্থের উন্নয়ন হবে

শিব চতুর্দশী মেলায় এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এসএম আল মামুন বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। এই সরকার ধর্ম নিরপেক্ষ, সকল ধর্মের সমান অধিকার এবং ব্যাপক স্বাধীনতা দিয়েছে। আমরা যদি আন্তরিকভাবে কাজ করি তবেই সীতাকুণ্ড মহাতীর্থের উন্নয়ন হবে। তিনি সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে উঠার সিঁড়ি, রাস্তা নির্মাণসহ উন্নয়নে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। তিনি গত শুক্রবার সীতাকুণ্ড স্রাইন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ধর্মীয় আনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, থানার ওসি মো. কামাল উদ্দিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, সদস্য অশোক চক্রবর্তী, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ প্রমুথ। এর আগে মেলা কমিটি আয়োজিত গিরিশ ধর্মশালা প্রাঙ্গনে ৩ দিনব্যাপী শিব চতুদর্শী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম আল মামুন। মেলা কমিটির সভাপতি ও ইউএনও কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌর মেয়র বদিউল আলম, মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট দেশের লক্ষ্য পূরণে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধপূর্বার চারুকলা প্রদর্শনী উদ্বোধন