পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না : জনসন

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

নারী হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতেন না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার জার্মান সমপ্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর বাংলানিউজের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার বিভিন্ন পদে আপনাদের আরও বেশি নারীর প্রয়োজন। পুতিন যদি একজন নারী হতেন, যা স্পষ্টতই তিনি নন, কিন্তু তিনি যদি তা (নারী) হতেন, আমি সত্যিই মনে করি না যে তিনি এই ‘পাগলামী ও দাম্ভিক’ আক্রমণ-সহিংসতার মাধ্যমে এই পন্থায় যুদ্ধ শুরু করতেন।

পূর্ববর্তী নিবন্ধফিলিপিন্সে নোবেলজয়ী রেসার সংবাদমাধ্যম র‌্যাপলার বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধকলম্বিয়ার কারাগারে দাঙ্গা, আগুনে নিহত ৫১