ফিলিপিন্সে নোবেলজয়ী রেসার সংবাদমাধ্যম র‌্যাপলার বন্ধের নির্দেশ

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

নোবেল শান্তি পুরস্কারজয়ী সাংবাদিক মারিয়া রেসা প্রতিষ্ঠিত অনুসন্ধানী সংবাদমাধ্যম র‌্যাপলার আবারও বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপিন্সের সরকার। ফিলিপিন্সে যে গুটিকয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সরকারের সমালোচনা করার সাহস দেখাতে পেরেছে, তাদের মধ্যে র‌্যাপলার অন্যতম। দুতের্তে নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বংবংয়ের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ মুহূর্তে র‌্যাপলার বন্ধের এই আদেশ এল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৩৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না : জনসন