চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান জমির উদ্দিন

টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

চারটি বিভাগীয় দলকে নিয়ে শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ১০ মে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ব্যবস্থাপনায় প্রথম আসরের সাফল্যের পর দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে চারদিনের এই আসর থেকেই নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ ব্লাইন্ড বিশ্বকাপের বাংলাদেশ দলের সেরা স্কোয়াড বাছাই করবে বিসিবি। তার আগে আসন্ন টুর্নামেন্টে সেরা সাফল্যের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে এস এম জমির উদ্দিনের নাম। তিনি ভেন্যু চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম বিভাগীয় ব্লাইন্ড ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো. সোলায়মান বাদশা। টুর্নামেন্টে অংশ নেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম (চট্টগ্রাম বিভাগ), শহীদ তাজউদ্দিন (ঢাকা বিভাগ), ক্যাপ্টেন মনসুর আলী (খুলনা বিভাগ) ও এইচ এম কামরুজ্জামান (রাজশাহী বিভাগ) দল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ জিতলে কোটি টাকা পুরস্কার পাবেন বাবর-শাহিনরা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি