পানামার পতাকাবাহী জাহাজে আহত চীনা নাবিকের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৬:০৭ অপরাহ্ণ

পতেঙ্গা লাইট হাউজ থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি মায়ের্কস জাকার্তা’র এক ডেক ফোরম্যানের মৃত্যু হয়েছে।

চীনা এ নাবিকের নাম হেইকিয়াং হু (৩৮) বলে জানা গেছে।

জানা যায়, তিনি জাহাজে কাজ করার সময় আহত হলে কোস্টগার্ড তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে আজ শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলানিউজ

বন্দর সূত্রে জানা গেছে, মারা যাওয়া ডেক ফোরম্যানের নাম । চীনা এ নাগরিকের বয়স ৩৮।

বন্দরের একজন কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সকালে একটি জাহাজে কাজ করার সময় আহত হওয়া ওই বিদেশী নাবিককে কোস্টগার্ড উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত, মরদেহ নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অটাম সেমিস্টারের অ্যাডমিশন উইক শুরু ১০ অক্টোবর