পাঁচ ইউপি সদস্যকে বরখাস্ত

পুকুরিয়া ইউপি সচিবের ওপর হামলা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমেদকে পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় হামলা করা হয় গত বছরের ২৩ নভেম্বর। এ ঘটনা নিয়ে তদন্ত চলে। চলমান তদন্ত শেষে ঘটনায় জড়িত ৫ ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে গত ১৬ মার্চ। গতকাল সোমবার এটি সবার নজরে আসে। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমদের উপর হামলার অভিযোগে বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির উদ্দিন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ। তাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি১শাখা স্মারক নং ৪৬.০০.১৫০০.০১৭.২৭০০২,২০১৬২২৯ মুলে গত ১৬ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ নভেম্বর দুপুরে পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য দ্বারা লাঞ্চিত হওয়ার পর পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমেদ এ ঘটনার প্রতিকার চেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। একই সাথে আদালতে অভিযোগ দায়ের করেন। তদন্তকালে উভয় পক্ষ তাদের স্বপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটায় মানা, গেজেট প্রকাশ