পরীর পাহাড় সংক্রান্ত সব বিষয় সরকারই দেখছে, আমার কোনো বক্তব্য নেই : ডিসি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কোর্ট হিল নিয়ে জেলা প্রশাসন মিথ্যাচার করছে বলে আইনজীবী সমিতি নেতৃবৃন্দ যে অভিযোগ করেছে সে ব্যাপারে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিছু বলতে চাই না। আইনজীবীদের ভবন বা পরীর পাহাড় সংক্রান্ত বিষয়টি নানাভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়েছে এবং যাচ্ছে। সরকারই বিষয়টি দেখছে। প্রধানমন্ত্রীর অনুমোদন বিষয়টি পরিবেশ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়কে সাথে নিয়ে বাস্তবায়ন করবে আইন ও বিচার মন্ত্রণালয়। কত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন বিষয়টি বাস্তবায়ন হতে পারে এমন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে বলতে পারবে।
জেলা প্রশাসক বলেন, পরীর পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থাপনা নিয়ে পরিবেশ অধিদপ্তর, সিডিএ, এমনকি কেপিআই নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংকও কাজ করছে। খুব শীগ্রই পরিবেশ অধিদপ্তর তাদের মন্ত্রণালয়ে এবং সিডিএ আমাদের বরাবর প্রতিবেদন দাখিল করবে।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিল নিয়ে ‘মিথ্যাচার’ করছে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধডিসেম্বরে নগর আওয়ামী লীগের সম্মেলন