পরিযায়ী পাখি

গাজী আরিফ মান্নান (৩১,৮৮২) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

শীত মৌসুমে আসছে দেশে
পরিযায়ী পাখি,
বিলে ঝিলে গাছের উপর
করে ডাকাডাকি।

হাজার মাইল পাড়ি দিয়ে
পাখিগুলো আসে,
ঝাঁকে ঝাঁকে দলে দলে
উড়ে নীল আকাশে।

কিচিরমিচির করছে পাখি
সকাল হওয়ার আগে,
দল বেঁধে সব উড়ে যখন
দেখতে দারুণ লাগে।

শীত মৌসুমে থাকে তারা
প্রিয় বাংলাদেশে,
আবার তারা ফিরে যাবে
এইতো শীতের শেষে।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতির বন্ধন
পরবর্তী নিবন্ধপথশিশুদের শীত