পতেঙ্গা সৈকত মুনাফালোভী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে

আজাদী অনলাইন | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৮:৪২ অপরাহ্ণ

‘সর্বজনের অধিকার-পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারীকরণ’ শীর্ষক এক সেমিনার আজ শুক্রবার বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহবায়ক কমরেড মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।

আরও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযুদ্ধ গবেষক ও সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি ও নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া।

সেমিনার সঞ্চালনা করেন দলের জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ। উম্মুক্ত আলোচনার পর্বে মতামত রাখেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর।

সেমিনারে বক্তারা বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতের একাংশ উন্নয়নের নামে ইজারা দিলে সর্বজনের স্বীকৃত প্রবেশাধিকার হরণ হবে। প্রাকৃতিক সৈকতের বিকৃতি ঘটবে, একই সৈকতে দুই ধরণের বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি হবে। এ ধরণের সর্বনাশা উন্নয়ন প্রকল্পের একটি হলো সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ, আরেকটি হলো পতেঙ্গা সৈকত বেসরকারি কোম্পানিকে ইজারা।

এছাড়া উম্মুক্ত পতেঙ্গা বিচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে। বেসরকারী অপারেটরকে ইজারা দিলে সে মানুষগুলোও উচ্ছেদ হবে, জীবিকা হারিয়ে পথে বসবে। অবিলম্বে সিডিএ এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে চট্টগ্রামের জনগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন মাঠ তৈরিতে চট্টগ্রাম অগ্রাধিকার পাবে : পাপন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপি নেতার গাড়ি ভাঙচুর, আটক ১