পটিয়া বাইপাস সড়কে লাইটিং ব্যবস্থা চালু করা হোক

| সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

পটিয়া দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ শহর। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক চার লেনে উন্নীত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পটিয়া শহরের প্রারম্ভে ইন্দ্রপুল থেকে বাইপাস সড়কটি পটিয়া শহরের জন্য একটি আশীর্বাদ। পটিয়া শহরের বাসিন্দাদের শহরমুখী যাওয়া সমস্যা না থাকলেও; পটিয়া থেকে চন্দনাইশ সাতকানিয়া ও কক্সবাজার অভিমুখে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। পটিয়ার ইন্দ্রপুল বাইপাস সড়কের মুখে এসে প্রতিনিয়ত উঠতে হয় এবং নামতে হয়। দিনের আলোতে সমস্যা না হলেও রাতের অন্ধকারে ইন্দ্রপুল সংলগ্ন বাইপাসের মুখে কোনো প্রকার লাইটিং ব্যবস্থা না থাকায় যাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। জনশূন্য অন্ধকার এই ভূতরে পরিবেশে ছিনতাই হাইজ্যাকের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। এমতাবস্থায় বাইপাস সড়কের লাইটিং এবং ছোট একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করলে যাত্রী সাধারণ বিশেষভাবে উপকৃত হবে। এ ব্যপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া পৌরসভার মেয়র এবং সড়ক বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করছি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া।

পূর্ববর্তী নিবন্ধওমর খৈয়াম : কবি ও দার্শনিক
পরবর্তী নিবন্ধনিষ্ঠুরতম আবেগের অনুভূতি