নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদনের লক্ষ্য

আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির মতবিনিময়

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন এবং বাজারজাত সহজ করার লক্ষ্যে এ সেক্টরের লোকদের জীবনমান উন্নয়নের তাগিদে আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা গত মঙ্গলবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শুটকি সেক্টরের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জাইকার সহায়তায় পাইলট প্রকল্প ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন’ বর্তমানে কক্সবাজারে চলমান আছে। সরকার জাইকাকে সহায়তা করতে এই পাইলট প্রকল্প চালু করেছে। এরই ধারাবাহিকতায় আরও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। যাতে স্থানীয় লোকজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুটকিসহ মৎস্য পণ্য বাজারে যেতে পারে।
সভায় উপস্থিত ছিলেন শাতোশি নাগাশিমা, মো. শফি উদ্দীন, মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, হাজী মো. আবু নাছের, ওসমান হায়দার রানা, হাজী আব্দুল মোনাফ, মো. নাজিম উদ্দীন, মুসলিম উদ্দীন, রাজীব বড়ুয়া, আবু তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোর সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা