অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

অক্সিজেনে ট্রাফিক উত্তর বিভাগের সচেতনতা সভা

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে ট্রাফিক সচেতনতা সভা অক্সিজেন মোড়ে একটি হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন, মুরাদপুর এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইস্রাফিল মজুমদার, বাস মালিক সমিতির পক্ষে মুনসুর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম, জাফর আলম, শাহাজান, শ্রমিকদের পক্ষে ইউনুস, হারুন অর রশিদ প্রমুখ। সভায় বায়েজিদ এলাকাসহ অক্সিজেন মোড় যানজটমুক্ত করা, গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেয়া এবং গাড়ির পিছনে তেল না গ্যাস তা উল্লেখকরণ, গাড়ির কাগজ আপডেট রাখতে, চালকের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা ও রং পার্কিং, ইউটার্ন, প্রতিবন্ধকতা করে রাস্তা বন্ধ না করার ব্যাপারে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদনের লক্ষ্য
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন