নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে

সাতকানিয়া বিএনপির সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া বিএনপির সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন সরকার ব্যবসায়ীদের কাছে কোণঠাসা হয়ে পড়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে সকল প্রকার ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। দেশের এ সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।

সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া বিএনপি আয়োজিত এ সমাবেশে তিনি এ কথা বলেন।

হাজী রফিকুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লোকমান হাকিম মানিক, সেলিম উদ্দিন, মোহাম্মদ ফরিদ, জিয়াউর রহমান, আবদুল কাইয়ুম, বশির আহমদ, জসিম উদ্দিন, ডা. নুর নবী, আবুল হোসেন, মোহাম্মদ মহসিন, মোজাম্মেল হক, আবদুস সবুর, মোহাম্মদ শফি, অ্যাডভোকেট নুরুল আলম, মনজুর আহমদ, কামাল উদ্দিন, শামিম সিকদার, জসিমউদ্দিন, আবদু সালাম, শামসু মেম্বার, ভুট্টু ফরিদ মেম্বার, হাফেজ আহমদ, নাসির উদ্দিন পেয়ারু, আবদু সবুর, এস.এম. শাহ এমরান, সোলেমান বাবুল, রাজিব, ফোরকান, কাইয়ুম, মিজানুর রহমান, মো. রিয়াজ, শেবু রাসেদ, নাঈম, ফিরোজ, আরফাত, ফরহাদ, করিম, মো. সাগর, আব্দুস সাত্তার, নাসির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে
পরবর্তী নিবন্ধটেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪