নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে

ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণের সমাবেশে বক্তারা

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের উদ্যোগে লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পর্যায়ে আনা ও বিদ্যুৎ, গ্যাস, পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানান। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্মমহাসচিব অধ্যক্ষ নুরুল ইসলাম জেহাদী। বক্তব্য রাখেন আব্দুল করিম সেলিম, কে.এম নুর উদ্দিন চৌধুরী, হাফেজ আনসারুল হক, মাস্টার বদিউর রহমান, ইব্রাহিম এমদাদ, জানে আলম ফারুকী, মাস্টার মুহাম্মদ ইউসুফ, নুরুল আলম, শামিমুল ইসলাম চৌধুরী, নুর মুহাম্মদ আলকাদেরী, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ ফজল করিম, মুহাম্মদ ফারুক, মোশারফ হোসেন, মুহাম্মদ রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেল চকরিয়া-পেকুয়ার ৭৩ রোগী
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা জহুর আহমেদের ইন্তেকাল