আওয়ামী লীগ নেতা জহুর আহমেদের ইন্তেকাল

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহুর আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে এবং ৪ মেয়ে রেখে গেছেন জহুর আহমেদ। বিকালে আগ্রাবাদ বহুতল কলোনি মাঠে জহুর আহমেদের জানাজা হয়। পরে নগরীর ফকিরহাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জহুর আহমেদের মৃত্যুতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, এম. . লতিফ এমপি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আ.লীগ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে
পরবর্তী নিবন্ধসমীর কান্তি সিকদার