নারীর এগিয়ে যাওয়া

জায়তুন্নেছা জেবু | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

জাতি গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকা যে কত অপরিসীম তা বলে শেষ করা যায় না। নেপোলিয়ন বলেছিলেন, “তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভাল জাতি উপহার দেব।” নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারটি নারী পুরুষ সবার অর্থাৎ সমগ্র সমাজের। এর সাথে মানবজাতির কল্যাণের প্রশ্ন জড়িত। নারীর মর্যাদা আর অবস্থান থেকেই অনুধাবন করা যায় একটি দেশ কতখানি উন্নত বা সভ্য। তাই শিক্ষাদীক্ষা, চিন্তাচেতনা, স্বাস্থ্য প্রভৃতি নানা দিকে নারী যাতে পূর্ণাঙ্গরূপে গড়ে উঠতে পারে আমাদের সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে। নারীকে সুযোগ দিলে পুরুষের সমকক্ষ হয়ে সভ্যতার অগ্রযাত্রায় সেও যে বড় ভূমিকা রাখতে পারে তার প্রমাণ বিশ্ব ইতিহাসে আছে। সুতরাং নারীকে নারী হিসেবে নয়, তাকে আমাদের দেখতে হবে মানুষ হিসেবে। আন্তর্জাতিক নারী দিবস এই সত্যই তুলে ধরেছে যে, নারী ও পুরুষের সমান অধিকার ছাড়া সার্বিক অগ্রগতি অসম্ভব। আর সমাজের অগ্রগতি সাধনই নারী দিবসের লক্ষ্য। আন্তর্জাতিক নারী দিবসের আহবান, নারীর সচেতনতা, পুরুষের সহমর্মিতা একদিন নারীকে যে পূর্ণ মানবিক মর্যাদায় অধিষ্ঠিত করবে সে বিষয়ে কোনই সন্দেহ নেই।

পূর্ববর্তী নিবন্ধসোমেন চন্দ : প্রগতি চেতনায় সমুজ্জ্বল সত্তা
পরবর্তী নিবন্ধনিজেদের বাধাগুলোকে তুচ্ছ করতে হবে