নানার বাড়ি

নূরনাহার নিপা | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

নানার বাড়ির গল্পকথা, কেমন মজা জানি

সেসব কথা পড়লে মনে চোখে আসে পানি।

মামামামী,খালার আদর, কত রকম পিঠা

ভোরসকালে খেতাম মজার খেঁজুর রসের মিঠা।

সারি সারি গাছপালা আর ছিল মস্ত মাঠ

পুকুরভরা মাছের পোনা শান বাঁধানো ঘাট।

দস্যি দুপুর, নৃত্য করে, বাড়ির আঙিনায়

নানি ডাকতো কইরে আমার সোনামানিক আয়।

কার কথা কে শোনে তখন চলছে খেলাধুলো

হারিয়ে গেছে দুষ্টুমিরই খেলাধুলাগুলো,

কাছে রাখতে নানা বলতো যাসনি পুকুর পাড়ে

রোজ দত্যি দানব থাকে বট গাছের আড়ে।

দত্যি দানব ভয় করি না ভয় পেলে কি চলে

থামাতে কি পারবে নানা মিথ্যা কথা বলে

সেসব দিনের স্মৃতি কেবল স্বপ্ন রঙিন লাগে

ছোট হতে মনে কেবল হাজার ইচ্ছে জাগে।

পূর্ববর্তী নিবন্ধরূপকথার গল্প
পরবর্তী নিবন্ধশীতের বাতাস