নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্যের ধারক ও বাহক

বর্ষবরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৪ এপ্রিল পালিত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম এমপি।প্রতিমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ জাতির ঐতিহ্যের ধারক ও বাহক। বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ফুটে উঠে বর্ষবরণের মধ্যদিয়ে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অ্যাড. কামেলা খানম রূপা, পৌরমেয়র মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির প্রমুখ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন ফিশারিঘাট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ