নতুন ফিশারিঘাট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার (নতুন ফিশারিঘাট) সম্প্রতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সেলিম উদ্দিন। তিনি মৎস্য বাজারের বর্তমান অবকাঠামো দেখেন এবং পারিপার্শ্বিক সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা নেন। কীভাবে এই বাজারের আধুনিকায়ন করা যায় সেই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্যশিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার), ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, চট্টগ্রাম মৎসজীবী লীগের সহসভাপতি একেএম ফজলুল হক, হাফেজ ইসমাইল, সেলিম উল্ল্যাহ, প্রবীর দাশ, আজিজ সওদাগর, সৈয়দ নুর সওদাগর ও ফারুক সওদাগর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার নেতৃবৃন্দের সাথে অ্যান্টিগুয়া ও বারবুডা প্রতিনিধিদলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনববর্ষ বাঙালি জাতির ঐতিহ্যের ধারক ও বাহক