চেম্বার নেতৃবৃন্দের সাথে অ্যান্টিগুয়া ও বারবুডা প্রতিনিধিদলের মতবিনিময়

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে অ্যান্টিগুয়া ও বার্বুডার পররাষ্ট্র, কৃষি, বাণিজ্য ও বারবুডা বিষয়ক মন্ত্রী এভারলি পাল চেট গ্রিনের নেতৃত্বে এক প্রতিনিধিদল গতকাল ১৬ এপ্রিল সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় মিলিত হন। চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের সভাপতিত্বে চেম্বার পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ, ওমর মুক্তাদির, প্রতিনিধিদলের বিনিয়োগ ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা চারমাইন ডোনোভান, অভিবাসীর চেয়ারম্যানপরিচালক ই. ক্যাসরয় জেমস, জুলিয়েট জেনিল মার্সেল ও পিএইচপি গ্রুপের পরিচালক মোঃ জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান ও মোহাম্মদ আদনানুল ইসলাম উপস্থিত ছিলেন। অ্যান্টিগুয়া ও বার্বুডার পররাষ্ট্র, কৃষি, বাণিজ্য ও বারবুডা বিষয়ক মন্ত্রী এভারলি পাল চেট গ্রিন বলেন, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আমরা খুব শীঘ্রই মিশন চালু করবো। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশের ভৌগোলিক সুবিধা, সরকার কর্তৃক বিনিয়োগের প্রদত্ত বিভিন্ন সুবিধা ব্যবহার করে চট্টগ্রামে অবস্থিত দেশের বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলবঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটন খাতে অ্যান্টিগুয়া ও বারবুডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধকদলপুর আইডিয়াল স্কুলের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধনতুন ফিশারিঘাট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব