নতুন প্রজন্মের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে : সুজন

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। দারুল উলুম কামিল মাদরাসার আয়োজনে এবং আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, পিএইচপি ফ্যামিলি ও এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৩ ফেব্রুয়ারি দিনব্যাপী হিফযুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কোরআন প্রতিযোগিতায় চট্টগ্রামের অর্ধশতাধিক হিফযুল কোরআন মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। হিফযুল কোরআন শিক্ষার্থী ও হাফেযুল কোরআন শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয় দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণ। প্রতিযোগিতা শেষে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুহাদ্দিস মাওলানা হাফেজ আহমদুর রহমান নদভি। শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সফলতা কামনায় মোনাজাত করা হয়। কোরআন প্রতিযোগিতায় ত্রিশজন বিজয়ীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর মহানগরের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা