খেলাঘর মহানগরের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

খেলাঘর মহানগরের মহান একুশে স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা গত ২৩ ফেব্রুয়ারি এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ বলেন, বাঙালির সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রধান মাইল ফলক মহান একুশ।

একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাঙালি অর্জন করেছিল লাল সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, রুনু আলী, মারুফ হোসেন, ফারুক মহসিন, শিশির চক্রবর্ত্তী, শাহীন আক্তার, প্রদীপ ভট্টাচার্য্য, অধ্যাপক রোজী সেন, চন্দন পাল এবং মহানগর কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, পার্থ প্রতীম নাহা, প্রীতম দাশ, জয়ন্ত রাহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে : সুজন