নগরীর আলকরণ মোড়ে অবস্থিত চৌধুরী টাওয়ারে ৪র্থ তলায় গতকাল নতুন অফিসের শুভ উদ্বোধন করেছে এক্সিস্ ওভারসিজ। গত দীর্ঘ ৫ বছর যাবত আস্থার সাথে কনসালট্যান্সি ফার্মটি সেবা প্রদান করে আসছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের এবং বিশ্বের সকল দেশের ভিসা ও টিকেট সক্রান্ত সকল সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। যোগাযোগ করা যাবে এই ০১৯৭৭১২৩৫৭০ নম্বরে। প্রেস বিজ্ঞপ্তি।












