প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

প্রবর্তক স্কুল এন্ড কলেজ (প্রাথমিক) শাখার বার্ষিক পুরস্কার বিতরণ প্রবর্তক সংঘের সভাপতি ইন্দুনন্দন দত্তের সভপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে গককাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মনোজ কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক সংঘের আজীবন সদস্য প্রফেসর রীতা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক অতুল কুমার দেব। প্রধান অতিথি বলেন শিক্ষায়, সংস্কৃতি চর্চায়, খেলাধূলার ক্ষেত্রে প্রবর্তক সংঘের একটি ঐতিহ্য রয়েছে। সে ধারবাহিকতা বজায় রাখার জন্য তিনি শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি শিক্ষার্থীদের বলেন, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারি সে লক্ষ্যে তোমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষিকা কেয়া দত্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো এক্সিস্‌ ওভারসিজ
পরবর্তী নিবন্ধইনসাব চট্টগ্রাম জেলার সম্মেলন