ইনসাব চট্টগ্রাম জেলার সম্মেলন

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশইনসাব চট্টগ্রাম জেলার সম্মেলন গতকাল এনায়েত বাজার মহিলা কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইনসাব চট্টগ্রাম জেলার আহ্বায়ক আাব্দুর শুক্কুরের সভাপতিত্বে এবং ইনসাব বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শংকর প্রসাদ দে এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি চট্টগ্রাম জেলার নেতা মীর ইলিয়াছ, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইনসাব নেতা আব্দুল হালিম, মোস্তাফা শেখ, দেলোয়ার হোসেন, ইনসাব আকবর শাহ থানার নেতা মোঃ জাকির, মোঃ মানিক, ইমরান উল্লাহ, রবিউল হোসেন, মোঃ রাশেদ, সেলিনা জাহান এবং নাসিমা বেগম।

সংহতি জানিয়ে বক্তব্য দেন আব্দুর রহিম, মোঃ হানিফ, মোঃ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি ভার্চুয়ালি যুক্তে থেকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের যে সাহসী উদ্যোগ নিয়েছেন তার অন্যতম সহযোগী শক্তি হচ্ছে নির্মাণ শ্রমিকেরা।

নির্মাণ শ্রমিকদের শ্রম ঘামের উপর বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বহু বড় বড় স্থাপনা তথা পদ্মা সেতু, বংগবন্ধু টানেল ইত্যাদি তৈরি করার অন্যতম কারিগর এদেশের নির্মাণ শ্রমিকেরা।

সভায় আব্দুর শুক্কুরকে সভাপতি, আব্দুল হালিমকে কার্যকরী সভাপতি এবং মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে লাল পতাকা সজ্জিত এক বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধমেধা যাচাই শিক্ষাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ