দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

ইদানিং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য অপ্রত্যাশিত দুর্ভোগরূপে দেখা দিয়েছে। এসব অনিয়ন্ত্রিত মাত্রাতিরিক্ত পণ্যের মূল্য সাধারণ খেটে খাওয়া মানুষকে হতাশাগ্রস্ত করছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ু আর বাস্তব আয়ের মধ্যে বিস্তর ফারাক বিদ্যমান। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও মানুষের আয় বৃদ্ধি পায়নি। পণ্যের চাহিদানুযায়ী উৎপাদন বা সরবরাহ কম থাকলে সাধারণত পণ্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু আমাদের দেশে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে এক ধরনের অসাধু চক্র। তারা যখন খুশি তখনই পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে নিজেদের ইচ্ছেমতো মুনাফা লুটেন। মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণের সুযোগ সরকারের নেই, এমন অজুহাতে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ে একধরনের খামখেয়ালিপনা লক্ষ্য করা যায়। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে স্বল্প আয়ের মানুষ খুবই নাজুক অবস্থায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করা, ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা এবং কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত অসাধু চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টাস্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সে সাথে নিয়মিত বাজার মনিটরিংয়ে প্রশাসনের কড়া নজরদারি কামনা করছি।
মাহমুদুল হক হাসান
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধসমরেশ বসু : অন্যতম সেরা ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধকুসংস্কার ও জড়তা দূরীকরণে শিক্ষার বিকল্প নেই