জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেইলি ব্রিজ, দুর্ভোগে যাত্রীরা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

জোয়ারের পানিতে তলিয়ে গেছে কালুরঘাট ফেরীঘাটের বেইলি ব্রীজ। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ফেরীঘাটের চলাচলের পথে হাঁটু সমান পানি থাকায় যানবাহনের ফেরীতে উঠা বিপজ্জনক হয়ে পড়ে। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিক্সা, অটোটেম্পু নিয়ে চালকদের ভোগান্তিতে পড়তে হয়। ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যাত্রীরা নেমে গাড়ি ধাক্কা দিয়ে ফেরীতে আর তীরে তুলছেন । নারী ও শিশুসহ সবাইকে হাঁটু সমান পানির মধ্যে দিয়ে নদীর তীরে উঠতে দেখা গেছে। শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সিএনজিচালিত অটোরিক্সাচালক মো. কামরুল বলেন, জোয়ারের পানিতে বেইলি ব্রীজ ডুবে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে। হাঁটু পানিতে গাড়ি নিয়ে ফেরীতে উঠা নিরাপদ মনে করছি না। যে কোন সময় দুর্ঘটনা হতে পারে।

মোটরসাইকেল চালক জসিম উদ্দীন বলেন, সেতুতে এক ভোগান্তিতে ছিলাম। এক বছর ধরে আরেক ভোগান্তিতে আছি। পানির মধ্যে গাড়ি নিয়ে গেলে ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা আছে, তাই জোয়ারের পানি কমার অপেক্ষায় আছি।

মোহাম্মদ জামাল উদ্দীন নামের এক শিক্ষক বলেন, ২০২৩ সালের ১ আগস্ট থেকে শুরু হয়েছিল ফেরি চলাচল। প্রথম দিনেই জোয়ারের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছিল যানবাহনসহ যাত্রীদের। এখন সেই পুরোনো দুর্ভোগ আবার দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ বেশি হবে। জোয়ারের পানিতে ডুবে যায় বেইলি ব্রীজ। হাঁটু পানিতে ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন জোয়ারের সময় একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। ভাটা হলে আবার ঠিক হয়ে যাবে। প্রকৃত পক্ষে এটার কোনো সমাধান নেই।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধঅব্যাহতি পেয়ে বিএনপি নেতার পোস্ট ‘আন্তরিক ধন্যবাদ’