দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোর ৪র্থ বর্ষপূর্তি

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও খাবার বিতরণ কর্মসূচি ১৩ জুলাই দিনব্যাপী চান্দগাঁও রিয়াজ উদ্দিন উকিল সড়ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল মুবিন। উদ্বোধক ছিলেন পঞ্চায়েত মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সাইফু। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জামাল উদ্দীন। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম ভান্ডারী, শামসুল আলম, খোরশেদ আলম, হাজ্বী ইসহাক, আব্দুল আজিজ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিসবাহুর রশীদ ওয়াহিদ, মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ জুবাইর হাসান, মুহাম্মদ ফাহিম, সাব্বির আহমদ, মুহাম্মদ আজগর, প্রান্ত বড়ুয়া, মুহাম্মদ রাজু, মুহাম্মদ রোহান, মেহেদি হাসান, তাহিয়া, আমিনুর রহমান, ইভান প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে এবং সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবন-জীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃক্ষরোপণ করা একান্ত দরকার। যে কোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। এমনকি ওই ফল বা ফসল যদি উৎপাদনকারী বা প্রকৃত মালিক নাও পায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাতেও সমাজের কারও না কারও প্রয়োজন পূর্ণ হয়। পরে নেতৃবৃন্দ বৃক্ষরোপন করে কর্মসূচি পালন করেন এবং অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। শেষে দৃষ্টিকোণ হেল্পলাইন সেবা উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পথচারী শিশু ও চালক গুরুতর আহত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণীজন সংবর্ধনা