দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন লালখান বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়েছেন সাফায়েত হোসেন নামের ১৯ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি আছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে টাইগারপাস থেকে লালখান বাজার মোড়ের দিকে যাওয়ার পথে ওই কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. হামিদ আজাদীকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, কয়েকজন পথচারী সাফায়েত হোসেন নামের ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকের নির্দেশে তাকে প্রথমে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক বিবেচনায় আইসিইউতে ভর্তি করানো হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ২০ টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এদিকে সাফায়েতকে হাসপাতালে পৌঁছানো পথচারীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হামিদ জানান, দুইজন লোকের সাথে সাফায়েতের দস্তাদস্তি হতে দেখেছেন তারা। সাফায়েত হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর মিয়া বাড়ির মীর হোসেনের ছেলে। পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের এ শিক্ষার্থী পরিবারের সাথে নগরীর খুলশী থানার রেলওয়ে কলোনিতে বসবাস করেন। এদিকে সাফায়েতের বোন মোছাম্মৎ হাফসা বলেন, ছিনতাইকারীরাই তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তবে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় আজাদীকে বলেন, কারা, কি কারণে সাফায়েতকে ছুরিকাঘাত করেছে তা এখনো নিশ্চিত নয়। ছিনতাইকারীদের কবলে পড়েছেন কিনা তাও বলতে পারছি না। সাফায়েতের কাছ থেকেও কিছু জানতে পারিনি এখন পর্যন্ত। সে আশংকাজনক অবস্থায় রয়েছে। তবে এ ঘটনায় সাফায়েতের ভাই ফারহান অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব প্রস্তাব মার্কিন কংগ্রেসে অনুমোদন
পরবর্তী নিবন্ধআসিফের পরিবারে শুধুই কান্না